• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়াকে নিয়ে বিকালে বৈঠকের পর সিদ্ধান্ত

প্রকাশিত: ১৬:২৫, ১৪ জুন ২০২২

ফন্ট সাইজ
বেগম খালেদা জিয়াকে নিয়ে বিকালে বৈঠকের পর সিদ্ধান্ত

ফাইল ছবি

পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা পার হতে চললেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকট কাটেনি। এমন দাবি করে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন মঙ্গলবার (১৪ জুন) গণমাধ্যমকে জানান, হার্টের দু’টি ব্লকের বিষয়ে আজ এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন জানিয়েছিলেন, বিদেশে নেওয়া ছাড়া চিকিৎসা সম্ভব নয়। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার হার্টে এখনো দু’টি ব্লক আছে। এ দুটি ব্লকের কারণে আবারো বেগম জিয়ার হার্টে রিং পরাতে হবে। আর সে জন্য তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা করানো প্রয়োজন।’

হার্টের জটিলতা নিয়ে শনিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। ধরে পড়ে, মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি। এরপর হার্টের বাঁ দিকে একটি ব্লকে রিং পরান চিকিৎসকরা। তাকে রাখা হয় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। আজ মঙ্গলবার (১৪ জুন) শেষ হচ্ছে সেই সময়সীমা।

এদিকে আবারও বিদেশ নেওয়ার দাবি জানান বিএনপি নেতারা।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2