• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বৃষ্টির পূর্বাভাস সারা দেশে

প্রকাশিত: ১৫:১০, ১৭ জুন ২০২২

ফন্ট সাইজ
বৃষ্টির পূর্বাভাস সারা দেশে

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা জানিয়েছে দুই থেকে তিন দিন সারা দেশে এমন বৃষ্টি চলতে পারে। আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়। সারা দিন থেমে থেমে বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। অস্থায়ীভাবে বইতে পারে দমকা হাওয়া।

দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অধিদফতর বলেছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় রংপুরে—১০৯ মিলিমিটার।

একই সময় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়—২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায়—২৩ ডিগ্রি সেলসিয়াস।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2