• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৬:১০, ২০ জুন ২০২২

আপডেট: ১৬:১১, ২০ জুন ২০২২

ফন্ট সাইজ
বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন: তথ্যমন্ত্রী

বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দিচ্ছেন। অথচ, আমাদের নেত্রী সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়েছেন। সবসময় খোঁজ-খবর নিচ্ছেন। তিনি নিজেও মঙ্গলবার বন্যার্তদের দেখতে যাচ্ছেন।

ড. হাছান মাহমুদ বলেন, বন্যার্তদের দুর্ভোগ দেখে আমাদের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। অথচ, বিএনপির নেতারা চেয়ারপারসনের কার্যালয় এবং প্রেস ক্লাবে বসে নানান ধরনের মন্তব্য করছেন। রাজনীতি তো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশ-সমাজ এবং মানবসেবার জন্য। কিন্তু তারা মানুষের কল্যাণের রাজনীতি না করে অন্য দলের সমালোচনার রাজনীতি করছেন।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বন্যা পরিস্থিতি সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী প্রশাসন এবং দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে বলেছেন। তিনি সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যদের বন্যকবলিত এলাকায় কাজে লাগিয়েছেন। আর বিএনপি নেতাকর্মীরা কোনো কাজ না করে শুধু ভাষণ দিয়ে বেড়াচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বন্যায় আমাদের দলের নেতাকর্মীদেরও অনেক ক্ষতি হয়েছে। তাদের ঘরবাড়ি ডুবে গেছে। এরপরও প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের এক ছাত্রলীগ নেতা বন্যার্তদের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2