• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

দুর্যোগের সময় এত আনুষ্ঠানিকতা না করলেও হতো : কাদের সিদ্দিকী

প্রকাশিত: ১৩:১৯, ২৫ জুন ২০২২

ফন্ট সাইজ
দুর্যোগের সময় এত আনুষ্ঠানিকতা না করলেও হতো : কাদের সিদ্দিকী

সারাদেশে চলমান বন্যা-দুর্যোগের সময় পদ্মা সেতুর উদ্বোধনের এত বড় আয়োজন না করলেও চলতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার (২৫ জুন) সকালে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পদ্মা সেতু তৈরি করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ভোট পাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে গেলেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘অবশ্যই এগিয়ে গেল। কাজ করলে তো তার সুফল পাবেই। কিন্তু পদ্মা সেতুর উদ্বোধনের আয়োজনে ত্রুটি রয়েছে। এত টাকা খরচ না করলেও হতো। এ টাকা যদি সিলেট, নেত্রকোণা, হবিগঞ্জের মতো জায়গায় দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেখানে কাজ করতো, আরও ভালো হতো ‘

এত বাধা পেরিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘কোনো কাজ থাকলে বাধা থাকবেই। বাধা অতিক্রম করে কাজ করার আনন্দ আছে। আজ এত কিছুর পরে এই যে পদ্মা সেতু হয়েছে, এতে যেমন আমাদের অহংকার করার কিছু নেই, আবার সমালোচনা করারও কিছু নেই। যারা এর সমালোচনা করেছে তারাও ঠিক করেছে, যারা আশান্বিত হয়েছে তারাও ঠিক আছে বলে আমি মনে করি।’

‘যারা বিশ্বাস করে নাই পদ্মা হবে তারা আজ সেতু দেখে বিশ্বাস করবে, তাই বলে তাদের তাদের মাটির তলে দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমাদের সবচেয়ে বড় ভুল হলো, আমরা কোনকিছুতেই মানুষকে অপমান করার চেষ্টা করি। এটা ঠিক না। মানুষ ভুল করেই। ভুল করলেই পৃথিবীতে থাকার অধিকার হারিয়ে ফেলছে এটা ঠিক না।’

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2