• NEWS PORTAL

  • শনিবার, ১১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৬,৪০০ টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৫:৫০, ২৫ জুন ২০২২

আপডেট: ১৫:৫১, ২৫ জুন ২০২২

ফন্ট সাইজ
১৬,৪০০ টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে প্রথম এবং নিজ হাতে টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১৬ হাজার ৪০০ টাকা টোল দেন তিনি। প্রধানমন্ত্রী তার গাড়ির জন্য টোল দেন ৪০০ টাকা। এ ছাড়া তার বহরে থাকা বাকি গাড়িগুলোর টোল দেন ১৬ হাজার টাকা।

শনিবার (২৫ জুন) সেতু উদ্বোধনের পর সেতুর অপর প্রান্তে জনসভার উদ্দেশে যাত্রা করে প্রধানমন্ত্রীর গাড়ি বহর। এ সময় প্রধানমন্ত্রী নিজ গাড়িবহরের জন্য এ টোল দেন।

গত ১৭ জুন পদ্মা বহুমুখী সেতুর টোল প্লাজার জন্য মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরীক্ষামূলক যানচলাচল প্রক্রিয়া সাত দিন ধরে চলমান ছিল এবং কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে টোল নেওয়া এবং স্লিপ দেওয়ার প্রক্রিয়াটির মহড়া দেয়।

পদ্মা সেতু রবিবার (২৬ জুন) সকাল ৬টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2