• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরিতে নিয়োগে ডোপ টেস্ট করা হবে

প্রকাশিত: ১৩:৩৫, ২৬ জুন ২০২২

ফন্ট সাইজ
বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরিতে নিয়োগে ডোপ টেস্ট করা হবে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরিতে নিয়োগের সময় ডোপ টেস্টের বিষয়ে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (২৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদক নিয়ন্ত্রণে এমন আইন করা হচ্ছে বলে তিনি জানান।

‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট কার্যকর করা হবে কি-না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন জিরো টলারেন্সের কথা বলছিলেন, আমরা তার আগেই পুলিশ বাহিনীতে ডোপ টেস্ট শুরু করেছিলাম। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের সময় সিভিল সার্জন যে টেস্ট করেন, তার সঙ্গে ডোপ টেস্টও করার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছিলাম। সেটাও করা হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আইনটির আরও কাঠামোগত উন্নয়ন করতে হবে, সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আইন তৈরি করা হচ্ছে। মেডিকেল টেস্ট করা হবে ভর্তির সময়, তার মধ্যে ডোপ টেস্টও থাকবে।’

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2