• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সুযোগ-সুবিধা বাড়ানোর পরও চাঁদাবাজিতে বেপরোয়া পুলিশ ( ভিডিও)

এস এম ফয়েজ

প্রকাশিত: ১৬:০৯, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ

বেতন ভাতাসহ নানা সুযোগ-সুবিধা বাড়ানোর পরও পুলিশের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ অহরহ। রাতের আঁধারে ট্রাক-পিক আপ, ভ্যান থামিয়ে চাঁদাবাজিতে নামার অভিযোগ পুলিশ সদস্যদের কারো কারো বিরুদ্ধে। 

বাংলাভিশনের ক্যামেরায়ও ধরা পড়েছে এমন কিছু দৃশ্য। দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে প্রবেশের সময় পুলিশকে ঘুষ না দিলে নির্যাতন, হয়রানি আর মামলার ঝামেলায় পড়তে হয় বলে অভিযোগ ট্রাক, পিকআপ চালকদের।

স্পট রাজধানীর মৎস ভবনের মোড়। রাত ১১ থেকে ২টা। একের পর এক  ট্রাক আসছে, পুলিশের ইশারায় বাধ্য হয়ে থামছে ট্রাক। নজরানা দিয়ে তবেই মিলছে ছাড়।

শুধু মৎস ভবন মোড় নয়, রাজধানীর টিকাটুলি মোড়েও চলে এধরনের নির্বিঘ্ন চাঁদাবাজি। পুলিশ সদস্যদের কেউ কেউ অকপটে স্বীকারও করেন তোলা নেয়ার কথা।

রাজধানীর স্বামীবাগ এলাকা । সময় রাত এগারোটা থেকে ২টা। চাঁদদাবাজির আরেকটি স্পট এটি। পুলিশ বক্সের মধ্যে চলে চাঁদার টাকা ভাগাভাগি।

চাঁদাবাজির খবর প্রচার না করতে প্রতিবেদককে আয়ত্বে নেয়ার ব্যর্থ চেষ্টাও করে পুলিশ সদস্যরা । 

বিভি/রিসি

মন্তব্য করুন: