• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

হু হু করে বেড়ে চলেছে পদ্মা সেতুর আয়

প্রকাশিত: ১৬:১৯, ২ জুলাই ২০২২

আপডেট: ১৬:৩১, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
হু হু করে বেড়ে চলেছে পদ্মা সেতুর আয়

পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথম দিনেই টোল আদায়ের পরিমাণ বেশিই ছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকে একটু করে কমছিল টোল আদায়। তবে সপ্তাহ পার না হতেই আয়ের রেকর্ড গড়েছে পদ্মা সেতু। দেশের সর্ববৃহৎ এ স্থাপনায় একদিনে ৩ কোটির বেশি টোল আদায় হয়েছে। 

শুক্রবার (১ জুলাই) ৩ কোটি ১৬ লক্ষাধিক টাকা টোল আদায় করা হয়। এদিন সেতু দিয়ে যানবাহন পারাপার করেছে ২৬ হাজার ৩৯৮টি।

এর আগে ২৬ জুন চালুর পর ১ দিনে ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। আর টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেওয়া হয়। 

পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২৬ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় পদ্মা সেতু। চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2