• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:২২, ১০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। এই জামাতে অংশ নিয়েছেন প্রধান বিচারপতি, সংসদ সদস্যরাসহ সকল স্তরের মুসলমান। 

সকাল থেকে ঈদগাহে আসতে থাকেন বিভিন্ন বয়সের মুসল্লিরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে সারিবদ্ধভাবে প্রবেশ করেন জাতীয় ঈদগাহে। 

বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিনের ইমামতিতে জামাতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

দুই রাকাত নামাজের পর ঈদের বিশেষ খুতবা পাঠ হয়। খুতবা শেষে সকলের হাত ওঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। গুনাহ থেকে মুক্তি এবং মুসল্লিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় বিশেষ  মোনাজাত। 

ঈদের জামাত শেষে চিরায়ত রীতি পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। 

হিংসা, বিদ্বেষ ভুলে সবাই একসাথে দেশ নির্মাণের ব্রত নিয়ে কোরবানির মূল লক্ষ্য মনের পশু জবাইয়ের কামনায় ঈদগাহ ত্যাগ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

উৎসব আর ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা। ধনী গরিবের ভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে এক কাতারে। প্রত্যাশা ঈদের জামাত শেষে পশু কুরবানির মাধ্যমে নিজের যাবতীয় কুপ্রবৃত্তি বিসর্জন দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2