• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

কারাগারে ঈদ : দুপুরে মাংস-পোলাও, রাতে মাছ-ভাত

প্রকাশিত: ০৯:২৯, ১০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কারাগারে ঈদ : দুপুরে মাংস-পোলাও, রাতে মাছ-ভাত

ঈদুল আজহা উপলক্ষে কারগারে ঈদ উদযাপনে কয়েদিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যদের সঙ্গে না পেলেও খাওয়া-দাওয়া ও আনন্দ উল্লাসের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য।

কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কারাবন্দীদের জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০টি গরু ও ৮টি খাসির কোরবানি দেওয়া হয়েছে। ঈদের জামাতের নামাজ শেষে এসব পশু কেন্দ্রীয় কারাগারে কোরবানি দেওয়া হয়। এছাড়া ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ খাবারের মেন্যু ঠিক করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য জানিয়েছেন। 

ঈদের দিন সকালের নাস্তায় বন্দীদের জন্য নাস্তায় ছিল পায়েশ ও মুড়ি। ঈদের দিন দুপুরে কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হবে। তাতে থাকবে পোলাও, গরু, খাসির মাংস, মুরগীর রোস্ট, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবার হিসেবে থাকবে সাদা ভাত, রুই মাছ ও সবজি।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2