• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মহানগর ডিবি প্রধান হলেন হারুন অর রশীদ

প্রকাশিত: ১৭:৪০, ১৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মহানগর ডিবি প্রধান হলেন হারুন অর রশীদ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হলেন মোহাম্মদ হারুন অর রশীদ। ঢাকা মহানগর পুলিশ আজ বুধবার এ আদেশ জারি করেছে। সম্প্রতি তিনি ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় এবার অতিরিক্ত কমিশনারের পদ পেলেন। ডিবি প্রধান হিসেবে তিনি একেএম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আদেশ জারি করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আলোচিত–সমালোচিত এই পুলিশ কর্মকর্তা গত বছরের মে মাসে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

মো. মুনিবুর রহমান আছেন ট্রাফিকে অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে।  মো. আসাদুজ্জামান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2