• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগস্টের প্রথম দিন আজ

প্রকাশিত: ০৮:০৪, ১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
আগস্টের প্রথম দিন আজ

আজ (সোমবার) শোকাবহ আগস্টের প্রথম দিন। ১৯৭৫ সালে এ মাসেই বাঙ্গালি হারিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।নোবেল জয়ী পশ্চিম জার্মানির নেতা উইলি ব্রানডিট বলেন, বাঙ্গালি জাতিকে অবিশ্বাসের কারন হলো মুজিবকে হত্যা। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে, তারা যেকোন কাজ করতে পারে।

বিশিষ্ট সাহিত্যিক নীরদ শ্রী চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেন,  শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী হিসাবে ফুটিয়ে তুলেছে বাঙ্গালি জাতি। 

২০০৪ সালে এ মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যা চেষ্টা করা হয়। সেই হামলায় তিনি বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়াও ৫ শতাধিক নেতা-কর্মী আহত হন।

১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হবে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। এর আগে কর্মসূচি চূড়ান্ত করেছে দলটি।
 

বিভি/এসআই

মন্তব্য করুন: