• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রনেশ মৈত্র আর নেই

প্রকাশিত: ০৯:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৯:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রনেশ মৈত্র আর নেই

ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা ও পাবনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক রনেশ মৈত্র মারা গেছেন। ৮৯ বছর বয়সে মৃত্যু হলো এ প্রথিতযশা সাংবাদিকের।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন তিনি।

রনেশ মৈত্র ১৯৩৩ সালের ৪ অক্টোবর রাজশাহী জেলায় তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা রমেশ মৈত্র ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি ১৯৫০ সালে জিসিআই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে ১৯৫৫ সালে আইএ এবং ১৯৫৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

একজন সাংবাদিক, কলামিস্ট, ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছেন রনেশ মৈত্র। তিনি দৈনিক সত্যযুগ, দৈনিক সংবাদ, দ্য ডেইলি মর্নিং নিউজ ও দৈনিক অবজারভারে সাংবাদিকতা করেন। তিনি দ্য ডেইলি নিউ নেশনের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2