• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টিকটক ভিডিও বানানোয় সাজা পাচ্ছেন ৮ নারীসহ ১৩ পুলিশ সদস্য

প্রকাশিত: ১৮:১১, ১২ অক্টোবর ২০২২

আপডেট: ১৯:২০, ১২ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
টিকটক ভিডিও বানানোয় সাজা পাচ্ছেন ৮ নারীসহ ১৩ পুলিশ সদস্য

ইউনিফর্ম পরিহিত অবস্থায় টিকটক ভিডিও বানিয়ে তা প্রকাশ করার কারণে ৮ নারীসহ ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযুক্ত ওই ৮ নারী এবং ৫ পুরুষ পুলিশ সদস্য দেশের বিভিন্ন জেলায় কর্মরত আছেন।

অভিযুক্ত ১৩ কনস্টেবল হলেন— সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল),  সাকিরা আক্তার (হবিগঞ্জ), আবু হানিফা নিপু (হবিগঞ্জ), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. আশিকুল হক (ঝালকাঠি), আইরিন আক্তার (পিরোজপুর), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা ও (পিটিসি, টাঙ্গাইল)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, অভিযুক্ত ১৩ পুলিশ সদস্য আপত্তিকর ভিডিও কন্টেন্ট তৈরি করে তা টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। যা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

জানা যায়, অভিযুক্ত ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ৬ অক্টোবর ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেনের স্বাক্ষরিত এক আদেশে সংশ্লিষ্ট জেলা পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

আদেশের অনুলিপি কমান্ড্যান্ট, পুলিশ ট্রেনিং সেন্টার, মহেরা, টাঙ্গাইল/পুলিশ ট্রেনিং সেন্টার ও রংপুরে পাঠানো হয়েছে। কমান্ড্যান্ট আরআরএফ, চট্টগ্রাম, পিরোজপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, নোয়াখালী, মাগুরা ও ঝালকাঠি পুলিশ সুপারদের কাছে ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।

গত বছর ডিএমপি বিভিন্ন ইউনিটে ‘পুলিশের ইউনিফর্ম পরে টিকটক-লাইকি অ্যাপ ব্যবহার করে ভিডিও বানাতে বা শেয়ার করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশনা পাঠিয়েছিল।

ওই নির্দেশনায় বলা হয়, ডিএমপির কতিপয় পুলিশ সদস্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করছেন। ‘পুলিশের ইউনিফর্ম পরে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটক হিসেবে আপলোড করা হয়। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় প্রতিটি ফোর্সের ইনচার্জদের সহকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পুলিশের পোশাক পরে অথবা পুলিশবিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগেরমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ মেনে চলতে হবে।

আদেশে বলা হয়েছে, পুলিশের ইউনিফর্ম পরে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটক হিসেবে আপলোড করা হয়। ওই ভিডিও কন্টেন্টগুলোতে অনেকের নেতিবাচক মন্তব্য রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: