• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আরেক দফা বেড়েছে ভোজ্যতেলের দাম

প্রকাশিত: ১৭:০৯, ২৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
আরেক দফা বেড়েছে ভোজ্যতেলের দাম

বাজারে আরেক দফা বেড়েছে ভোজ্যতেলের দাম। লিটারে ৯ টাকা বেড়ে নিত্যপণ্যটি বিক্রি হচ্ছে ১৮২ টাকায়। 

শুক্রবার (২৫ নভেম্বর) বাজার ঘুরে এ খবর জানা গেছে। 

পাঁচ লিটার সয়াবিন তেল ৪৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯১০ টাকায়। কয়েক ধাপে বেড়েছে আটার দাম। নতুন করে চোখ রাঙাচ্ছে ডাল আর লবণও। 

ভরা মৌসুমেও সবজির দাম নাগালের মধ্যে না থাকায় অসন্তুষ্ট ক্রেতারা। চাহিদার  তুলনায় শাক-সবজি কম কিনছেন অনেকেই। বাজারে কোনো সবজিই ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের।

দাম কমেছে ইলিশের, তবে বিক্রেতাদের এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা। অন্যান্য মাছের দরও নাগালের বাইরে বলে অভিযোগ অনেকের। 

গেল সপ্তাহ থেকে ১০ টাকা বেড়ে ডিম ১২০ টাকা ডজন, ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: