• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তিন ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১৩:৩৮, ১১ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
তিন ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় উদ্ধার কাজ শেষে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

রবিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ—নাসিরাবাদ এক্সপ্রেস নামের একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে ময়মনসিংহ—নেত্রকোনা—চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে কেওয়াটখালী লোকশেডো থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানোর ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। 

ময়মনসিংহ জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহম্মেদ জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এখন এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: