• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উপ-নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জ ভোট কেন্দ্র থেকে ককটেল উদ্ধার!

প্রকাশিত: ১২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১২:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
উপ-নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জ ভোট কেন্দ্র থেকে ককটেল উদ্ধার!

ছবি: নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে উদ্ধার করা ককটেল নিষ্ক্রীয় করছে র‌্যাবের বিশেষ ইউনিট

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ভোট কেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার(৩১ জানুয়ারি) সাড়ে ১০ টার দিকে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ওই ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোট কেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। আমাদের অভিজ্ঞ টিম সেখানে রয়েছে। র‍্যাবে খবর দেওয়া হয়েছে। তারা ককটেলটি নিস্ক্রিয় করবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূণ্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

বিভি/এমআর

মন্তব্য করুন: