• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সংসদীয় এলাকার খসড়া সীমানা আগামী সপ্তাহে

প্রকাশিত: ১৯:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সংসদীয় এলাকার খসড়া সীমানা আগামী সপ্তাহে

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান সীমানা খসড়া হিসেবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহের মধ্যে এই খসড়া প্রকাশ করা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

 

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় । বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল । সভা শেষে কমিশন সচিব জানান, সীমানার খসড়া প্রকাশের পর দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে যে সকল দাবি আপত্তি উত্থাপিত হবে, সেগুলো বিচার বিশ্লেষণ করে চুড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে। 

সংসদীয় আসনে কাটাছেঁড়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি হবে মূলত প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপরে। এক্ষেত্রে ভৌগলিক অখণ্ডতা, আঞ্চলিক অবিভাজ্যতা, প্রশাসনিক এলাকা ও জনসংখ্যার ঘনত্বের বিষয়গুলো বিবেচনায় নেয়া হবে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

মন্তব্য করুন: