• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেলিটকের কাছে সরকারের পাওনা ১৬৯৪ কোটি ৭৩ লাখ

প্রকাশিত: ১৯:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
টেলিটকের কাছে সরকারের পাওনা ১৬৯৪ কোটি ৭৩ লাখ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, টেলিটকের কাছে সরকারের পাওনা ১৬৯৪ কোটি ৭৩ লাখ টাকা। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। 

মন্ত্রী বলেন, টেলিটকের কাছে থ্রি-জি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা, স্পেকট্রাম চার্জ বাবদ ২৭ কোটি ১৫ লাখ, রেভিনিউ শেয়ারে ৩৩ কোটি ৭৯ লাখ ও এসওএফ বাবদ ৪৮ কোটি ৬৬ লাখ টাকা।

সংসদে অপর এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, গ্রামীণফোনের কাছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা, রবির কাছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ কোটি টাকা এবং বাংলালিংকের ২৭৩ কোটি ২৫ লাখ ৪১ হাজার ২৯২ টাকা পাওনা রয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: