• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, আল্পনায় সেজেছে শহীদ মিনার

দিপন দেওয়ান

প্রকাশিত: ১৬:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ

একুশ মানে মাথা না নুইয়ে সামনে এগিয়ে যাওয়া। ভাষার জন্য প্রাণ দেয়ার ইতিহাস একমাত্র বাঙালিরই। তাই বলা হয়ে থাকে, রক্তের দামে কেনা বাংলা, কারোর দানে পাওয়া নয়। যাদের প্রাণের বিনিময়ে পেয়েছি ভাষা, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। ধুয়ে-মুছে, আল্পনায় সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। 

রাত ১২ এক মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম। এরপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শহীদ মিনার। 

জোরদার করা হয়েছে শহীদ মিনার ও আশপাশের এলাকার নিরাপত্তা। শ্রদ্ধা জানাতে যাওয়া কুটনীতিকদের জন্য থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 

শহীদ মিনারে ধোয়া-মোছার পর শুরু হয় আল্পনার কাজ। শহদ বেদী থেকে শুরু করে রাস্তার বিভিন্ন জায়গায় আল্পনার মাধ্যমে ফুটে ওঠে মাতৃভাষার গুরুত্ব। চারুকলার শিল্পীদের তুলির আচড়ে রঙিন হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গন। 

শহীদ মিনারকে ঘিরে নেয়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন বাহিনীর কঠোর নজরদারি ছাড়াও বসানো হয়েছে সিসি ক্যামেরা ও আর্চওয়ে। 

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে দিক-নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে আইন-শৃংখলা বাহিনী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2