• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

রোজার শুরুতেই ৫ টাকা কমবে চিনির দাম!

প্রকাশিত: ১৪:১৩, ১৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রোজার শুরুতেই ৫ টাকা কমবে চিনির দাম!

প্রতীকী ছবি

রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে। এমনই ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‌‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা শেষে তিনি সাংবাদিকদের এ ইঙ্গিত দেন।

তিনি বলেন, চিনির শুল্ক ছাড় দেওয়ার কারণে কেজিতে ৪ টাকার মতো ছাড় পাওয়া যাবে। আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে ৫ টাকা কমানোর অনুরোধ করেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই সুবিধা এখনো পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে। আমরা আশাকরি রোজার প্রথম সপ্তাহেই চিনির যে দাম তা থেকে কেজিতে ৫ টাকা কমবে।

উল্লেখ্য, খুচরা বাজারে চিনি বর্তমানে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: