• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নিউ মার্কেটের আগুন

প্রকাশিত: ১০:১২, ১৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নিউ মার্কেটের আগুন

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন প্রায় সাড়ে ৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। ফায়ার সার্ভিসকে সহযোগিতায় কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এরপর সকাল ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ‘কয়দিন আগে বঙ্গবাজার মার্কেটে আগুনে পুড়ে সব শ্যাষ হইলো। আজ আবার আমাগো মার্কেটে আগুন। ঈদের আগে ব্যবসায়ীদের মার্কেটে কেন এত আগুন? ব্যবসায়ীদের আর কত মারবেন? আর এই আগুন স্বাভাবিক আগুন না। মনে হয় কেউ ষড়যন্ত্র কইরা আগুন ধরায়ে দিছে।’ কথাগুলো বলছিলেন আগুন লাগা নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার ব্যবসায়ী মনির। তিনি মনির জানান, ঈদ উপলক্ষে দোকানে ৭০ লাখ টাকার মালামাল তুলেছিলেন। কিছু মালামাল বিক্রি হয়েছে, বাকি মাল সব দোকানে ছিল। জুবায়ের নামের একজন ব্যবসায়ী বলেন, রমজানের শুরু থেকে শুধু মার্কেটগুলোতে আগুন লাগছে। এতো আগুন মার্কেটে কেন লাগে, তা কেউ কখনো দেখে না। আমাদের মতো ব্যবসায়ীদের মারলে কাদের লাভ? তিনি বলেন, আল্লাহ উপরে, সব দেখছেন। নিশ্চয় তিনি বিচার করবেন। মার্কেটটির দ্বিতীয় তলার শার্ট-প্যান্টের ব্যবসায়ী হামিদুল বলেন, বঙ্গবাজারে আগুন লাগার পর শুধু ‘আল্লাহ আল্লাহ’ করেছি। কিন্তু সেই আগুন আমাগো মার্কেটেই আইলো। লাখ লাখ টাকার মালামাল শ্যাষ। এহন আমি কী করুম, কোথায় যামু? আমাগো চোখের পানি কেউ দেখে না। ব্যবসায়ীগো আর কত মারবে?

বিভি/এইচএস

মন্তব্য করুন: