• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সুষ্ঠু নির্বাচনে ইসির পদক্ষেপ জানতে চেয়েছে জাপান

প্রকাশিত: ১৫:৪৫, ১ জুন ২০২৩

ফন্ট সাইজ
সুষ্ঠু নির্বাচনে ইসির পদক্ষেপ জানতে চেয়েছে জাপান

সুষ্ঠু নির্বাচনে ইসি কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানতে চেয়েছে জাপান। 

বৃহস্পতিবার (১ জুন) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। 

তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে এটি সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এই বৈঠক বলেও জানান জাপানি রাষ্ট্রদূত। 
এরপর নির্বাচন কমিশন সচিব, জাহাঙ্গীর আলম বলেন, আগামী নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে অবহিত করেছে ইসি। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে জাপানকে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করেন ইসি সচিব। ভোট হবে ১৭ জুলাই, মনোনয়ন দাখিল করা যাবে ১৫ জুন পর্যন্ত। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2