• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় মিললো মহাসমুদ্র, আছে কার্বনও

প্রকাশিত: ১৩:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় মিললো মহাসমুদ্র, আছে কার্বনও

ছবি: নাসা

এবার বৃহস্পতি গ্রহের (চাঁদ) উপগ্রহ ইউরোপায় প্রাণের অনুকূ্ল পরিবেশ পাওয়ার কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। টেলিস্কোপের সাহায্যে সেখানে সমুদ্র ও কার্বন-ডাই-অক্সাইডের অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। খবর হিন্দুস্তান টাইমসের।

যে কোনো জীবন বেঁচে থাকার অন্যতম ভিত্তি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। তাই ইউরোপায় কার্বন ডাই অক্সাইডের সন্ধান পাওয়ার মাধ্যমে সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়ার অনুমান করছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

নাসা বলছে, বৃহস্পতির এই উপগ্রহ নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য আসছে তাদের হাতে। তাতে দেখা গিয়েছে, ইউরোপায় রয়েছে বরফের একটি কঠিন স্তর। কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখার পর আরেকটি বড় তথ্যের অনুমান করছেন বিজ্ঞানীরা।

নাসার দাবি, ওই বরফের কঠিন স্তরের নিচে রয়েছে একটি মহাসমুদ্র। ওই মহাসমুদ্রে প্রচুর কার্বন সমৃদ্ধ উপাদান রয়েছে বলে মনে করা হচ্ছে। জীবনের প্রাথমিক ভিত্তি বলে মনে করা হয় এই রাসায়নিক। ইউরোপার রিজিও নামের একটি অংশে বেশি পরিমাণে এই গ্যাসের উপস্থিতি দেখা গিয়েছে। সেখান থেকেই কোনও একটি সুখবর পাওয়ার আশায় রয়েছে বিজ্ঞানীরা। আপাতত জেমস ওয়েব টেলিস্কোপে সেদিকটাই খুঁটিয়ে দেখছে নাসা।

গোটা সৌরজগতে ইউরোপার মতো বেশি গ্রহ বা উপগ্রহ নেই। প্রাণের অনুকূল পরিবেশ রয়েছে, এমন সংখ্যা নগণ্য। ফলে কার্বন ডাই অক্সাইডের অস্তিত্ব পাওয়ায় আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। 

বিভি/কেএস

মন্তব্য করুন: