• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নীতিমালা অমান্য করে মাছের অভয়াশ্রমে পাট জাগ

কামরুল ইসলাম, নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নীতিমালা অমান্য করে মাছের অভয়াশ্রমে পাট জাগ

মৎস অভয়াশ্রমের ফাইল ছবি

পর্যাপ্ত বৃষ্টির পানি না পেয়ে নাটোরে মাছের অভয়াশ্রমে পাট জাগ দিয়েছেন চাষিরা। এতে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ। তদারকির অভাবে মৎস অভয়াশ্রম নীতিমালা মানছেন না অনেকে। দেশি প্রাকৃতিক মাছের বংশ বৃদ্ধিসহ অভয়াশ্রম রক্ষায় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। 

নাটোরে মাছের অভয়াশ্রম ৪১টি। এর মধ্যে বড়াইগ্রাম উপজেলায় জোনাইল ইউনিয়নে কৈখলা বিলে এক দশমিক ৫০ হেক্টর ডাঙ্গাদাড়িকুশি মৎস অভয়াশ্রম। একসময় এ অভয়াশ্রমে কৈ, শিং, মাগুর, পুটি, টাকি, বড় বড় দেশি রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ দেখা যেত। পাট জাগ দেয়ায় হারিয়ে গেছে এসব মাছ। 

নাটোর জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, একটা সময়ে এখান থেকে অনেকেই মাছের চাহিদা পূরণ করলেও এখন অভয়াশ্রমটি প্রায় মাছ শূন্য। অভয়াশ্রম রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

জেলার বৃহত্তম এ অভয়াশ্রমটি সংস্কার করে দেশীয় প্রজাতির মাছ রক্ষার দাবি বড়াইগ্রামবাসীর।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: