দুই নদীর বাঁধ ভেঙে পানিবন্দী ৫ উপজেলার হাজারো মানুষ (ভিডিও)
নওগাঁর আত্রাই ও ছোট যমুনার বাঁধ ভেঙে তলিয়ে গেছে পাঁচটি উপজেলার বিস্তীর্ণ এলাকা। উপজেলার প্রায় ছয় হাজার মানুষ পানিবন্দী। নষ্ট হয়েছে সাড়ে চারশ হেক্টর জমির ফসল। ভেঙে যাওয়া বাধ মেরামোতের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
রানীনগর উপজেলায় নান্দাইবাড়ি এলাকায় ভেঙেছে আত্রাই- নওগাঁ সড়ক। বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলা সদরের সাথে জেলা শহরের সড়ক যোগাযোগ। ব্যাপক ক্ষতি হয়েছে রানীনগর ও আত্রাই উপজেলার ফসলের। এছাড়া মান্দা উপজেলার নুরুল্লাবাদে আত্রাই নদীর ডান তীরের বাঁধও ভেঙে গেছে। উপজেলার প্রসাদপুর ,বাইপুল্লার, বিষ্ণপুর, কয়লাবাড়ি, নুরুল্লাবাদ ও পার-নুরুল্ল্যাবাদ এলাকা এবং মহাদেবপুর উপজেলা সদরে বসতবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভেঙ্গে যাওয়া বাঁধগুলো পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ড পশ্চিম জোনের অতিরিক্ত মহা-পরিচালক আমিনুল হক ভূইঁয়া বাধগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন।
বন্যায় তলিয়ে গেছে চারশ ৩৭ হেক্টর জমির আমন ধান ও শাকসব্জি। চরম দুর্ভোগে পানিবন্দীরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: