• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘূর্ণিঝড় মিধিলি: গাছ ভেঙে শিশুসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২১:১৮, ১৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ঘূর্ণিঝড় মিধিলি: গাছ ভেঙে শিশুসহ ২ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গাছ উপড়ে পড়ে চট্টগ্রামের সন্দ্বীপ ও মীরসরাইয়ে গাছ উপড়ে পড়ে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে গাছের ডাল ভেঙে আব্দুল ওহাব (৭১) নামে এক বৃদ্ধ নিহত হন। 

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা জানান, নিহত ওই ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গাছের ডাল ভেঙে পড়লে ওই ব্যক্তি মারা যান।

এদিকে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় গাছ উপড়ে পড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির আঙ্গিনায় খেলার সময় একটি গাছ উপড়ে শিশু সিদরাতুল মুনতাহার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2