কোটি মানুষের নির্ভরতা ও উত্তরের প্রাণ তিস্তা যেন মরা নদী

শুকিয়েছে ওপার থেকে ধেয়ে আসা বরফগলা তিস্তার বুক। বর্ষায় রাক্ষুসি নদী শুকনোয় কঙ্কালসার। শুকিয়ে এখন মরা নদীর মতো কোটি মানুষের নির্ভরশীলতা উত্তরের প্রাণ তিস্তা। পার হওয়া যায় হেঁটে। বোরো মৌসুমে সেচ প্রকল্পের খালে পানি না থাকায় দিশেহারা কৃষক। চারা রোপনে শ্যালো টিউবওয়েলের পানি ব্যবহার করছে তারা।
৫০ বছর আগেও যে নদীর গর্জনে ভয় পেত মানুষ। সেই নদী এখন যেন মরা গাঙে পরিণত হয়েছে। নদীতে পানি নেই, নেই সেচ খালেও। ব্যারেজের সব ক’টি গেট বন্ধ করেও পানি পাওয়া যাচ্ছে না। এতে কোমর ভেঙেছে লাখো কৃষকের।
পানির অভাবে প্রকল্পে পড়ে আছে দিগন্ত জোড়া জমি। অনেকেই বেছে নিয়েছেন বিকল্প সেচ। যদিও কর্তৃপক্ষ বলছে, ব্যারেজ পয়েন্টে যে চার হাজার কিউসেক পানি পাওয়া যাচ্ছে তা দিয়ে লক্ষমাত্রা অর্জন হবে।
চলতি মৌসুমে তিস্তা সেচ প্রকল্পে ৪৫ হাজার হেক্টরে সেচ দেয়ার লক্ষমাত্রা ধরা হলেও শঙ্কা দেখা দিয়েছে তা পুরোন না হওয়ার।
বিভি/এজেড
মন্তব্য করুন: