• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কুড়িগ্রামে আবারও মৃদু শৈত্য প্রবাহ

প্রকাশিত: ১৫:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
কুড়িগ্রামে আবারও মৃদু শৈত্য প্রবাহ

কুড়িগ্রামের উপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। হঠাৎ করেই তাপমাত্রা নিম্নগামী হওয়ার কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষজন। তবে সকালে সূর্যের দেখা মিলেছে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। 

বর্তমানে ভরা বোরো ধান রোপণের মৌসুম চলছে এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজে বের হচ্ছে শ্রমজীবী মানুষজন। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমরসহ ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের মানুষজন।

কুড়িগ্রাম সদরের মওগলবআসআ ইউনিয়নের ভ্যান চালক মোবারক বলেন, কিছুদিন থাকি ঠান্ডা কমে গেছে। 

হঠাৎ করে কেন জানি আজ খুব ঠান্ডা রাস্তায় লোকজনও কম। ওই এলাকার কৃষক রহমত আলী বলেন, বোরো ধান রোপণ করছি। কয়েক দিনের চেয়ে আজ একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। এমন তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2