জুলাই মাস থেকে সুন্দরবনে বাঘ শুমারি শুরু হবে: পরিবেশমন্ত্রী

আগামী জুলাই মাস থেকে সুন্দরবনে বাঘ শুমারি শুরু হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বর্তমানের বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করেন তিনি।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সৌদি দূতাবাস আয়োজিত রাজধানীর বসুন্ধরায় সৌদি লেওপার্ড দিবস পালনের উদ্বোধনীতে এসব বলেন সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, সবশেষ শুমারিতে ১১৪টি রয়েল বেঙ্গল টাইগার ছিল। জীববৈচিত্র রক্ষার মাধ্যমে পৃথিবীকে রক্ষা করতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলান বলেন, পরিবেশ রক্ষায় সৌদি আরব বিশ্বব্যাপী ৫০ মিলিয়ন গাছ লাগবে। বাংলাদেশিরা এক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। পরে মন্ত্রী, রাষ্ট্রদূতসহ উপস্থিত অতিথিরা ক্যাটওয়াকে অংশ নেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: