ইট-পাথরের ঢাকায় নয়নাভিরাম সবুজের সমারোহ (ভিডিও)
গাছে গাছে ঝুলছে আম-জাম-লটকন, ডালিমসহ বিভিন্ন নাম ও স্বাদের হরেক রকমের ফল। মন মাতানো সৌরভ আর চোখজুড়ানো রঙয়ে শোভাবর্ধন করছে নানান জাতের ফুল। পুরো এলাকাজুড়ে ছেয়ে আছে সবুজের সমারোহ। এমন দৃশ্য দেখে যে কেউ মনের অজান্তে বলে উঠবেন, এটি বাংলার সবুজ শ্যামল কোনো এক গ্রামীণ পরিবেশের চিত্র।
তবে সত্যটা জানলে অবাক হবেন। কেননা দৃশ্যটি গ্রামের নয় বরং ইট-পাথরে গড়া যানজটের নগরী রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রের চিত্র এটি।
বায়ুদূষণের শীর্ষে থাকা বিশ্বের অন্যতম রাজধানী ঢাকার এমন দৃশ্য হয়তো সত্যি সবাইকে অবাক করছে। তবে প্রতিবছরই এমন নয়নাভিরাম সবুজ রঙয়ে সাজে ঢাকার শের-ই-বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠ। উপলক্ষ্য জাতীয় বৃক্ষমেলা।
এ বছর গত ৫ জুন থেকে শুরু হয়েছে সবুজে ঘেরা এ মেলা। চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আর একটুখানি সুযোগ পেলেই সেখানে গিয়ে প্রাণভরে শ্বাস নিচ্ছেন নগরবাসী।
নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরণের গাছ কিনছেন অনেকে। আবার কেউ কেউ যান সবুজে ঘেরা স্থানটিতে প্রিয়জন নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে।
প্রতিবছর মাসব্যাপি আয়োজিত এ বৃক্ষমেলা যেন বারবার রাজধানীবাসীকে স্মরণ করিয়ে দেয় সবুজ প্রকৃতির গুরুত্ব সম্পর্কে। আহ্বান করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর।
বিভি/পিএইচ
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: