জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যা যা করণীয়
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বৈষম্য নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আলোচকরা বলেন, সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে উপকূলীয় অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান আরো নাজুক হবে। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে সেখানকার মানুষ। নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল ও ধরা'র সদস্য সচিব শরীফ জামিলসহ পরিবেশ কর্মীরা বক্তব্য দেন। আলোচকরা জলবায়ুর ক্ষতি থেকে টেকসই উন্নয়নের স্বার্থে উপকূল উন্নয়ন বোর্ড গঠন এবং স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের তাগিদ দেন।
বিভি/এআই
মন্তব্য করুন: