জলবায়ু বিনিয়োগ তহবিলের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হলেন এম জাকির হোসেন খান

এম জাকির হোসেন খান
চেঞ্জ ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান ২০২৫-২০২৭ মেয়াদে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) স্ট্র্যাটেজিক ক্লাইমেট ফান্ড কমিটির নাগরিক সমাজ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। একইসঙ্গে চেঞ্জ ইনিশিয়েটিভ সিআইএফ-এর অফিসিয়াল পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিযুক্ত হয়েছে যা জলবায়ু সুশাসন শক্তিশালী করা এবং জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে চেঞ্জ ইনিশিয়েটিভ-এর ভূমিকা আরও সুসংহত করবে।
এম জাকির হোসেন খান বলেন, ‘সিআইএফ-এর নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের বিষয়। জলবায়ু বিনিয়োগ নীতিগুলো যেন আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর হয়, সে লক্ষ্যে আমরা সক্রিয় ভূমিকা রাখবো। জলবায়ু অর্থায়নের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য যথাযথ অর্থায়ন কাঠামো গড়ে তোলার পক্ষে আমরা সুপারিশ করবো।’
তিনি আরও বলেন, ‘আমরা অংশীজনদের সঙ্গে সমন্বয় করে এমন একটি নীতি কাঠামো গড়ে তুলতে চাই, যা প্রাকৃতিক-অধিকারভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।’
সিআইএফ-এর পর্যবেক্ষক হিসেবে চেঞ্জ ইনিশিয়েটিভ প্রধান চারটি কৌশলগত ক্ষেত্রে জোরদার ভূমিকা পালন করবে
• বিশ্ব পর্যায়ে সিআইএফ-এর নীতি ও কৌশলগত সিদ্ধান্তে সরাসরি অবদান রাখা।
• জাতীয় জলবায়ু কৌশল ও নীতিমালাকে ন্যায্য ও টেকসই করার লক্ষ্যে তা যথাযথভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করা।
• স্থানীয় পর্যায়ে সিআইএফ অর্থায়নকৃত প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
• জ্ঞান বিনিময় ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য বৈশ্বিক, আঞ্চলিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বাড়ানো।
বিভি/এসজি
মন্তব্য করুন: