• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এ মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে না এশিয়ার যে দেশ থেকে

প্রকাশিত: ১৪:০০, ১১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
এ মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে না এশিয়ার যে দেশ থেকে

মহাজাগতিক এক ঘটনা হলো সূর্যগ্রহণ। চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে এবং সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন সূর্যগ্রহণ হয়। ফলে সূর্যের আলো আটকে যায় এবং পৃথিবী পৃষ্ঠে একটি কালো ছায়া পড়ে। এ মাসের সূর্যগ্রহণটি হবে আংশিক। এর ফলে সূর্যের শুধু একটি অংশ ঢাকা পড়বে। এ বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে আগামী ২৯ মার্চ।

আগামী ২৯ মার্চ স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে এই সূর্যগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যায় ৬টা ১৩ মিনিট পর্যন্ত। অন্তত চার ঘণ্টা এর স্থায়িত্বকাল থাকবে। বিকাল ৪টা ১৭ মিনিটের দিকে চাঁদ সূর্যকে আংশিকভাবে ঢেকে ফেলবে। 

এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে এর দেখা মিলবে না। 

চন্দ্রগ্রহণ খালি চোখে নিরাপদে দেখা গেলেও সূর্যগ্রহণ সরাসরি দেখা উচিত নয়। কারণ এর ফলে চোখের রেটিনা ক্ষতি হতে পারে। এজন্য সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় চোখের সুরক্ষা ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এ বছর দুটি সূর্যগ্রহণ দেখা যাবে। যার মধ্যে একটি আগামী ২৯ মার্চ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে ২১ সেপ্টেম্বর। 

এ ছাড়া এ বছর দুটি চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার একটি আগামী ১৪ মার্চ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৭ সেপ্টেম্বর। 

সূত্র: এনডিটিভি 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2