খাগড়াছড়িতে বিপন্ন গন্ধগোকুল উদ্ধার, বনে অবমুক্ত

ছবি: গন্ধগোকুল
খাগড়াছড়িতে বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে গুইমারা উপজেলার জালিয়াপাড়ার একটি সেতুর নীচ থেকে স্থানীয়রা প্রাণী উদ্ধার করে বন বিভাগকে অবহিত করে। পরে দুপুরে উদ্ধারকৃত গন্ধগোকুলটি আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা জানান,গন্ধগোকুল বা নিশাচর প্রাণী। ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে এবং ফল খাওয়ার পর তাদের মলের সঙ্গে নির্গত বীজগুলোর শতভাগ অঙ্কুরোদগম হয়, যা উদ্ভিদ বিস্তরে সহায়তা করে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা এর গন্ধগোকুল বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত।
বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রজাতিটি সংরক্ষিত।
বিভি/এআই
মন্তব্য করুন: