• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রাজবাড়ীতে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৯, ১০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাউরাইল ও পাট্টা ইউনিয়নের যুবসমাজ আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐহিত্যবাহী ঘোড়দৌড় দেখতে উপস্থিত হন হাজারো মানুষ।

গতকাল মঙ্গলবার বিকালে সাঁওরাইল কয়া মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইবুবুর রহমান আইয়ুব। 

বিশেষ অতিথি ছিলেন শাওরাইল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা আক্কাস আলী মোল্লা, কালুখালী উপজেলা কৃষক দলের আনিসুর রহমান মোল্লা। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ছিলেন লাড়িবাড়ী জিয়া সংঘের সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান। সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রব। 

দৌড় প্রতিযোগিতায় খুলনা, মাগুরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এবং নওগাঁর বাইশটি ঘোড়া নিয়ে ঘোড়দৌড়বিদগণ অংশগ্রহণ করেন। ঘোড়দৌড় প্রতিযোগীতা দেখার জন্য কালুখালী উপজেলা সহ দুর দুরান্ত থেকে আসা প্রায় ৫/৬ হাজার নারী পুরুষ উপস্থিত থেকে এ ঘোড়দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন।

ঘোড়দৌড়ে নড়াইল জেলা প্রথম স্থান অধিকার করে।প্রতিযোগিতার শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2