বন বিভাগ কর্তৃক ৪২৫টি কচ্ছপ উদ্ধার

WCCU এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার লোকনাথ মন্দিরের পাশে একটি পরিত্যক্ত ঘরে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে অবৈধভাবে প্রচুর কচ্ছপ মজুদ করা হয়েছে। তথ্য প্রদানকারী ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য উক্ত স্থানে তথ্য সংগ্রহ করতে গেলে কচ্ছপ পাচারকারীরা বন বিভাগের উপস্থিতি বুঝে ফেলে এবং উক্ত স্থান থেকে কচ্ছপ সরিয়ে ফেলার চেষ্টা করে।
ফলে তৎক্ষণাৎ অভিযান পরিচালনার স্বার্থে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তার সহযোগিতায় উপকূলীয় বন বিভাগ নোয়াখালি, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্বেচ্ছাসেবী সংস্থা Noakhali wildlife nad Animal Team সদস্যদের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে মোট ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা, সুন্ধি কাছিম ও ধুম কাছিম) উদ্ধার ও জব্দ করা হয়।
এর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত অবস্থায় পাওয়া যায়।
জব্দকৃত জীবিত কচ্ছপগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, কচ্ছপ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী তফসিল-১ ভুক্ত রক্ষিত বন্যপ্রাণী। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: