• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

শুক্রবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশে কোথায় কখন দেখা যাবে?

প্রকাশিত: ২৩:১৭, ১৭ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
শুক্রবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশে কোথায় কখন দেখা যাবে?

বাংলাদেশে আগামী শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর ১২টার দিকে।

বুধবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ওইদিন ঢাকায় বিকাল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। ময়মনসিংহে বিকাল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকাল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা  ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকাল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকাল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। খুলনায় বিকাল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।

এছাড়া বরিশালে বিকাল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে। রংপুরে বিকাল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2