• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | ২৫ শ্রাবণ ১৪২৯

কচ্ছপের মুখে তুলে আপেল খাইয়ে দিলো শিম্পাঞ্জি (ভিডিও)

প্রকাশিত: ১০:৫৪, ১৯ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কচ্ছপের মুখে তুলে আপেল খাইয়ে দিলো শিম্পাঞ্জি (ভিডিও)

ভিডিও থেকে সংগৃহীত

প্রাণী জগতে ভালোবাসার নিদর্শনের কোনো শেষ নেই। মানুষের মতো ভালোবাসায় ভরপুর পশুদের জীবনও। এর প্রমাণও মিলেছে বহুবার। এক পশুর প্রতি আরেক পশুর ভালোবাসার চিত্র মাঝে মাঝেই আমাদের সামনে আসে। এমনই এক ভিডিও এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা গেছে এক কচ্ছপের মুখে তুলে আপেল খাইয়ে দিচ্ছে এক শিম্পাঞ্জি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের মতোই পাশে থাকা একটি কচ্ছপের সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছে একটি শিম্পাঞ্জি। নিজে আপেল খাচ্ছে আর মাঝে মধ্যেই আপেল খুব যত্ন করে তুলে দিচ্ছে এক কচ্ছপের মুখে। আরাম করে সেই আপেল খাচ্ছে কচ্ছপ।

@buitengebieden নামে একটি টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ওই ভিডিওটি। ক্যাপশনে লেখা হয়েছে “Sharing is caring.”।

 

রবিবার (১৭ জুলাই) আপলোড করার পর ইতিমধ্যে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ লাখ মানুষ ভিডিওটি দেখেছে। আবেগী মন্তব্যও করেছেন কেউ কেউ। কেউ বলছেন, ঠিকমতো লক্ষ্য করলে দেখা যাবে পশুরা খুবই সহানুভূতিশীল। কেউ লিখেছেন, এদের মধ্যে ধর্ম নিয়ে ঘৃণা নেই। এরা একসঙ্গে থাকতে জানে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: