শীত নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

রাজধানীতে আজ আবারও শীতের ছোঁয়া। সাথে ঘন কুয়াশার চাঁদরে ছেয়ে যায় চারপাশ। ২ ফেব্রুয়ারি থেকে শীতের প্রকোপ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভোরের দিকে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সকালে তাপমাত্রা কমতে থাকে। ঘন কুয়াশার সাথে হিম শীতল বাতাস বইতে শুরু করে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রভাবে আজ ও কাল থেকে বাংলাদেশেও হিমেল বাতাস বয়ে যাবে। আর ২ ফেব্রুয়ারি থেকে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।
গেল দুই দিন দেশে শৈত্যপ্রবাহ ছিল না। তবে সোমবার থেকে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরো বাড়বে।
বিভি/রিসি
মন্তব্য করুন: