• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার ঢাকার কাছেই হলো ভূকম্পন

প্রকাশিত: ১৩:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
এবার ঢাকার কাছেই হলো ভূকম্পন

ছাবি: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি

গতকাল কক্সবাজার-মিয়ানমার সীমান্তে পরপর দুইবার ভূকম্পনের ঘটনার রেশ না কাটতেই এবার শেরপুর-মেঘালয় (ভারত) সীমান্তে আরও একটি ভূমিকম্প হয়েছে। ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ২১৭ কিলোমিটার।

সকাল ১০টা ১৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে বাংলাভিশনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

তিনি জানান, সকাল ১০টা ১৯ মিনিট ৫৭ সেকেন্টে ঢাকা থেকে ২১৭ কিলোমিটার উত্তরে ৪.০ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল শেরপুর সীমান্তের কাছে ভারতের মেঘালয় রাজ্যের গাড়ো পাহাড়ে।

তবে এই ভূকম্পনে দেশে কোনো প্রভাব পড়েনি বলে জানান এই আবহাওয়াবিদ।

এর আগে শনিবার দুপুর ২টা ৩৯ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুন প্রদেশের বাংলাদেশ সীমান্তের কাছে ৪.২ মাত্রার একটি ভূকম্পন হয়। এই ভূমিকম্পটি মাটির ১০৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর ২ ঘণ্টা পরই বিকেল ৪টা ৯ মিনিটে কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তের একেবারে কাছে ৪.১ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প দুটির প্রভাবে কেপে উঠে কক্সবাজার।

বিভি/কেএস

মন্তব্য করুন: