ভুমিকম্প গবেষণা কেন্দ্র নিয়ে বাংলাভিশনের প্রতিবেদন
আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের উপর নাখোশ সংসদ সদস্য

ছবি: সংগৃহিত
শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের আয়োজন শুনো আমাদের কথায় মুখোমুখি হয়েছিলেন এমপি রানা মোহাম্মদ সোহেল ও জাতীয় দৈনিক কালের কন্ঠ সম্পাদক শাহেদ আলী।
আয়োজনে এক শিশু জাতীয় সাংসদকে প্রশ্ন করেন, আবহাওয়া অধিদপ্তরে ভুমিকম্প পর্যবেক্ষণ করেন ৩য় শ্রেনীর কর্মচারীগণ। বিষয়টি নিয়ে সরকার ও সাংসদের ভুমিকা কি? বিষয়টি শুনে আশ্চর্য হয়ে বিষয়টি দ্রুত সরকারের উচ্চপর্যায়ের নজরে আনার প্রতিশ্রুতি দেন জাতীয় পার্টি’র সংসদ সদস্য ও সিনিয়র নেতা মেজর সোহেল রানা। আয়োজক সূত্র জানিয়েছে, এসময় বাংলাভিশনের জলবায়ু বিষয়ক সংবাদকর্মী কেফায়াত শাকিল সংসদ সদস্যের কাছে তার প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
উল্লেখ্য, গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাভিশনে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র নিয়ে একটি প্রতিবেদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরে ভুমিকম্প পর্যবেক্ষণ করেন ৩য় শ্রেনীর কর্মচারীগণ। এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘নিম্ন পদের লোকবল দিয়ে যদি কাজ চালানো যায় তবে বেশি বেতনের আবহাওয়াবিদ নিয়োগ দিয়ে সরকারের অর্থ অপচয়ের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
আরেক শিশু জাতীয় সংসদের এমপি কাছে প্রশ্ন করে জানতে চান, দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছে বিরোধী দল হিসেবে বিষয়টি নিয়ে কতোটা কথা বলছে জাতীয় পার্টি? জবাবে সোহেল রানা এমপি বলেন, সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবসময়ই সোচ্চার তার দল।
আরেক শিশু জানতে চান, প্রাথমিক শিক্ষার্থীরাই কেনো শুধু দুধ পাবে, সকল শিশু কেন পাবেনা?বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার অনুরোধ জানানোর পর জবাবে এমপি সোহেল রানা বলেন, বিষয়টি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নজরে আনবেন তিনি।
বিভি/এমআর
মন্তব্য করুন: