• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

রোকন-উজ-জামান এর মন্তব্য কলাম

জামাত- এনসিপি জোটে কার লাভ? কার ক্ষতি?

রোকন- উজ-জামান

প্রকাশিত: ২০:৪৯, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫০, ১০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামাত- এনসিপি জোটে কার লাভ? কার ক্ষতি?

ছবি: রোকন-উজ-জামান

জামাত- এনসিপি জোটে দুটি রাজনৈতিক দলেরই কি লাভ হলো? নাকি কেউ লাভবান আবার কারো হয়ে গেলো রাজনৈতিক ক্ষতি? সেই বিশ্লেষণই থাকছে এখানে।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে জামাত ৯১ এ বিএনপিকে সরকার গঠনে সহায়তা দিলেও, জামাতের সাথে প্রথম রাজনৈতিক জোট হয় আওয়ামী লীগের। বলাই বাহুল্য মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতের সাথে জোট নিয়ে সে সময়ে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হয়। তারা এটাকে জনগণের অধিকার আদায়ে আন্দোলনের কৌশল বলে ব্যাখ্যা করে। তবে এই জোটের ফলে ৯৬-এর জাতীয় নির্বাচনে জামাত তাদের আসন কমে যাওয়াকে আপাত ক্ষতি হিসেবে দেখলেও, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির কাছ থেকে স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে সর্বদলীয় স্বীকৃতি আদায় করে নেয়।

এই স্বীকৃতিই তারা কাজে লাগায় ২০০১-এ। চারলীয় জোট গঠনে সফল হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারে ক্ষমতার স্বাদ পায় চার চারজন কেবিনেট মন্ত্রীর মাধ্যমে। তবে পরবর্তিতে বিএনপিকে এই জন্যে অনেক বড় খেসারত দিতে হয়। ক্ষমতার শেষে এসে জোটে থাকা জামাতের দায় নিয়ে বিদায় নিতে হয় বিএনপিকে। এক ধাক্কায় বিএনপির আসন নেমে যায় ৩০ এর কোঠায়। আসনতো দূরের কথা উল্টো ৭১ এর যুদ্ধাপরাধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলন জোরালো হয়ে ওঠে।

সেই জামাত-জঙ্গী কার্ডেই আওয়ামী লীগ পরপর তিনবার ক্ষমতায় টিকে যায়। অবস্থা এমন জায়গায় গিয়ে দাড়ায় যে বিএনপির সাথে জোট পর্যন্ত ভেঙে যায়। 

তবে আওয়ামী লীগ রেজিম শেষে দেখা যায়, খোদ আওয়ামী লীগের মধ্যেই ঘাপটি মেরে ছিল বিশাল সংখ্যক জাশি।

অবশ্য এর মধ্যে তারা চরমোনাইয়ের মত জামাত বিরোধী ইসলামী দলগুলোকে যেমন কাছে টানতে সক্ষম হয়েছে,  তেমনি জামাতের তুলনায় কিছুটা লিবারেল, ৭১ এর কলঙ্কমুক্ত একই মানসিকতার নতুন রাজনৈতিক দল এবি পার্টিও তৈরি করেছে। 

সর্বশেষ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অরাজনৈতিক ছাত্রদের দিয়েও আরেকটি রাজনৈতিক দল গঠনে সর্বাত্মক সহযোগীতা করেছে। 

তবে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন মত পথের আওয়ামী লীগ বিরোধীতাকারী যে দলটির জন্ম হলো। তারা প্রথমেই ধাক্কা খেলো তাদের প্রথম নির্বাচনে। আওয়ামী বিরোধী প্রধান দলকে বাদ দিয়ে জামাতের সাথে জোটে শেষ হয়ে গেলো নতুন চেতনায় বহু মতের সমন্বয়ে বিএনপির মতো আরেক জনপ্রিয় রাজনৈতিক দলের অভ্যুূদয়। 

ফলে আসন্ন নির্বাচনে এই জোট কয়েকটি আসন পেয়ে সফলতা দেখালেও, এনসিপির রাজনৈতিক ভবিষ্যত এবি পার্টিতে পর্যবসিত হল। 

তবে এই জোট গঠনে জামাতের লাভ দুই দিক দিয়ে। তারা প্রধান বিরোধী দল হিসেবে সংসদে মর্যাদা অর্জনে আরেক ধাপ এগিয়ে গেলো। এনসিপি ছাড়া আসন তো দূরের কথা জাতীয় পার্টির কাছেও তারা পেরে উঠতো না। আবার ভবিষ্যতে এনসিপির বিরোধী দল হয়ে উঠার সম্ভাবনাকেও অঙ্কুরেই বিনষ্ট করা গেল।

লেখক: গণমাধ্যমকর্মী

(বাংলাভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের, বাংলাভিশন কর্তৃপক্ষের নয়। লেখকের নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার বাংলাভিশন নিবে না।)

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2