‘বেগম খালেদা জিয়াকে যেমন দেখেছি’: একজন গুণগ্রাহী ভক্তের স্মৃতিচারণ
লক্ষ কোটি জনতাকে কাঁদিয়ে অসংখ্য ভক্তকে শোকসাগরে ভাসিয়ে চিরতরে চলে গেলেন আমাদের অতি প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমি ০২৪ সালের জানুয়ারী মাসে লন্ডন গেলাম আমার প্রিয় নেত্রী অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে। লন্ডন পৌছে ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. জাহিদকে ফোন দিলাম এবং তার কাছে ম্যাডামের শারিরিক অবস্থার খবরাখবর জানতে চাইলাম।
এরপর তাকে বললাম আমি অসুস্থ ম্যাডামকে দেখতে যেতে চাই। উত্তরে ডা. জাহীদ বললেন যে ম্যডামের সাথে দেখা করা খুউবই রেষ্ট্রিকটেড। তখন তাকে বললাম আমি তাকে দেখতে না পারলেও অন্ততঃ লন্ডন ক্লিনিকে গিয়ে রোগমুক্তি কামনায় গেটওয়েল কার্ড দিয়ে আসতে চাই। তিনি এ প্রস্তাবে সাড়া দিলেন এবং যেতে বললেন।
দিনটি ছিলো ২০২৪ সালের ২৩ জানুয়ারি। আমার ছোট ভাই লন্ডনে বসবাসকারী অসরপ্রাপ্ত বিএসসি এর জিএম ক্যাপ্টেন মঈন, আমি এবং আমার সহধর্মিনী খোদেজা বেগম চুনিকে নিয়ে লন্ডন ক্লিনিকে পৌছাই।
পৌঁছাতে চ্যানেল আই এর টিভি সাংবাদিকের সাথে দেখা এবং তাকে সাক্ষাৎকার দেয়ার পর তিনি আমাদেরকে হাসপাতালের রিসেপশানে নিয় যান। সেখানে ঢুকতেই ডা. জাহিদের সাথে দেখা এবং ম্যডামের জন্য তার রোগমুক্তি কামনায় আমাদের পক্ষ থেকে তাকে একটি গেটওয়েল কার্ড ও ফুল ম্যাডামের নিকট পৌছিয়ে দেওয়ার জন্য ডা. জাহিদের হাতে দিলাম।
এগুলো নিয়ে ডা. জাহিদ গিয়ে ম্যডামকে আমার নাম বলার পর ম্যাডাম অসুস্থ শরীরেও আমাকে চিনতে পেরেছেন এবং আমাকে তার কাছে নিয়ে যেতে ডা. জাহিদকে অনুমতি দিলেন।
আমরা ডা. জাহিদ ফিরে আসলে তার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু ডা. জাহিদ তড়িঘড়ি করে ফিরে এসে আমাদেরকে ম্যাডামের কক্ষে নিয়ে গেলেন।
ম্যাডাম জানতে চাইলেন আমরা কেমন আছি? তার সাথে শুভেচ্ছা বিনিময়ের এক ফাঁকে আমার স্ত্রী ম্যাডাম আপনাকে যে এত কষ্ট দিলো সে এখন কোথায়? আমরা তার উত্তর শুনে স্তম্ভিত হলাম! তিনি একবারেও তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে একটি কথাও মন্দ বললেন না। শুধু বললেন"আল্লাহ দেখবেন"।
আজ মনে খুউবই কষ্ট পাচ্ছি তাঁর মহাপ্রয়ানে। বেশী কষ্ট পাচ্ছি এটা ভেবে যে তাঁর সাথে আমার অনেকদিন দেখা হয় নাই। নিজেও দেশে ছিলাম না। কিন্তু এতদিন পরও নানান রোগে জর্জরিত অবস্থায়ও তিনি আমাকে চিনতে পেরেছেন এ স্নেহ আমি কোথায় রাখবো।
আমার মা মারা যাওয়ার পর যেরূপ কষ্ট পেয়ে ছিলাম সেরূপ কষ্টই আমি আজ পাচ্ছি। এ অনুভূতি একমাত্র আল্লাহ এর তরফ থেকেই পাওয়া যায়। আল্লাহ ম্যাডামকে জান্নাতুল ফেরদাউস দান করুন এ কামনাই শুধু আমি করছি।
ম্যাডাম ছিলেন একজন নির্ভীক নেত্রী বেগম খালেদা জিয়া। তার অনেক সাহসী কর্মকান্ডের উদাহরণ দেয়ার মত রয়েছে। আমি তন্মধ্যে একটি ঘটনার সাক্ষী যা এখানে বলতে চাই।
নব্বইয়ের গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একদিন সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিলো। তার আহবানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঐ ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিই। উল্লেখ্য সে সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা সব দলগুলোর মধ্যে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিক যোগাযোগ রেখে চলতো। যাক্ শিক্ষক সমিতির পক্ষ থেক আমরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছিলাম। শিক্ষক সমিতির মিছিলটি সচিবালয়ের কাছাকাছি পৌঁছতেই শুরু হলো টিয়ার গ্যাস নিক্ষেপ। ফলে আমাদের মিছিলটি ছত্র ভংগ হয়ে যায়।
আমি শুনলাম ম্যাডাম খালেদা জিয়া জনতার মিছিলের নেতৃত্বে সামনের কাতারে থেকে টিয়ার গ্যাস সেলের আঘাত পেয়ে আহত হয়েছেন। আমি ঝুঁকি নিয়ে ম্যাডামকে দেখতে একটু সামনের দিকে আগাতেই দেখি ম্যাডাম জনগণের মনের সাহস যাতে ভংগ না হয় সেজন্যে নির্দেশ দিয়ে যাচ্ছেন।
এই অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়ও তার মনোবল এবং দৃঢ়তা দেখে আমি অভিভূত হই। প্রশাসনে থেকে দলমত নির্বিশেষে প্রতিষ্ঠানের আইন অনুসারে দায়িত্ব পালন করার ব্যপারে তিনি ছিলেন অতি সজাগ।
আমার খেয়াল আছে- বিশেষ মহলের বাধা এড়িয়ে তিনি যখন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিয়োগ দেন, আমি উক্ত পদে যোগদান করে তার সাথে সৌজন্য সাক্ষাত করতে যাই এবং তাকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞ্যেস করি আমার প্রতি তাঁর কোনো উপদেশ আছে কিনা। এর উওরে তিনি আমাকে বলেন "আপনাকে যোগ্য বিবেচনা করেই দায়িত্ব দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণ করে ন্যায়-নীতির সহিত দায়িত্ব নির্বাহ করবেন"
আমি তার ন্যায় নীতির প্রতি নিষ্ঠা দেখে অভিভূত হয়ে গেলাম। তাই এত বড় একজন আদর্শবান ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতের কারনে আল্লাহর ইচছায় কোটি লোকের আকুতিতে এত বড় জন সমাবেশে জানাজার নামাজ অনুষ্ঠিত হলো।
আমি তার নিকট কৃতজ্ঞ কারন আমি বারবার তার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি।আমি যখন কেষাধক্ষের দায়িত্বে তখন প্রো-ভিসির পদ শুন্য হয়। আমি এই পদের জন্য প্রার্থী ছিলাম না বরং এক বন্ধু সহকর্মীর প্রতি সমর্থন ছিলো। কিন্ত তার সাথে আর একজন অধ্যাপক রেইসে অবতীর্ন হন।
আমি যতটুকু বিশ্বস্থ সূত্রে জানতে পেরেছি- দুজনের তীব্র তদবিরে ম্যডাম বিরক্ত হয়ে তাদের কাউকে নিয়োগ না দিয়ে তার দফতরকে নির্দেশ দেন আমাকে নিয়োগ দিতে। আমি নিয়োগ দেওয়ার প্রাথমিক পর্যায়ে এ খবর জেনে অতি আশ্চর্য হলাম। লজ্জায় পড়ে গেলাম। প্রতিদ্বন্দ্বী আমার সহকর্মী-বন্ধু আমাকে ভুল বুঝতে পারেন। কিন্তু ম্যাডামের আশির্বাদ উপেক্ষা করে- না বলার মত অশোভন কাজ করাও আমার জন্য গরহিত আচরণ হবে বিধায় আমি গ্রেইসফুলী পদটি গ্রহন করলাম।
আমার নিকট অনুভূতি হলো যে আমি ম্যাডাম খালেদা জিয়ার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি প্রো-ভিসি পদে থাকার সময়ে ম্যাডাম একবার আমাকে তার সাথে দেখা করতে খবর পাঠান। আমি যাওয়ার পর তিনি আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক
নিয়োগে কোনো বৈষম্য করা হয় কিনা জানতে চান। আমি এতে একটু বিবব্রত বোধ করলাম। বুঝতে পারলাম তার কাছে খবর আছে। কারন আমি দুয়েকবার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে এ প্রবণতার সম্মূখীন হয়েছি। যদিও এ ধরনের প্রবণতার প্রশ্রয় আমি কখনও দেইনি। এ প্রবণতার পিছে তাদের যুক্তি ছিলো যে মেয়েদেরকে বিভাগের সব কাজে সব সময়ে পাওয়া যায় না কারণ পারিবারিক কারণে ও রাতবিরাতে জরুরী কাজে মেয়েদেরকে পাওয়া যায় না। কিন্তু ম্যাডাম একথা শুনে সন্তুষ্ট হতে পারেননি, তিনি বললেন এটা কোনো যুক্তি হতে পারে না। এ ধরনের প্রবণতাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। খালেদা জিয়াই প্রথম নারী শিক্ষার উন্নয়নে মেয়েদের হায়ার সেকেন্ডারী লেভেল পর্যন্ত বিনা খরচায় শিক্ষাদানের প্রথা চালু করেন।
তিনি উচ্চ শিক্ষা ক্ষেত্রেও দেশে নারীদের প্রশাসনিক দায়িত্বে নিয়োগ দেওয়ার অগ্রদূত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম নারী প্রো ভিসি নিয়োগ দেন। একজন নারীকে তিনিই প্রথম সরকারী কর্মকমিশনের মত এত উচু স্তরের প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন।
বেগম খালেদা জিয়া সম্পর্কে লিখে শেষ করা যাবে না। নানা কাজে তাঁর সংস্পর্শে এসে অনেক চমৎকার স্মৃতি আমি/আমরা বহন করছি। আল্লাহ যদি মেহেরবানী করেন ভবিষ্যতে আরও অনেক স্মৃতিচারণ করার আশা রাখি।
আজ পুনরায় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

লেখক: প্রফেসার ড. শহীদ উদ্দিন আহমেদ, সাবেক প্রো-উপাচার্য ও উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
(বাংলাভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের, বাংলাভিশন কর্তৃপক্ষের নয়। লেখকের নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার বাংলাভিশন নিবে না।)
বিভি/এজেড



মন্তব্য করুন: