• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

কুড়িগ্রাম প্রেস ক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
কুড়িগ্রাম প্রেস ক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন 

দেশের উত্তরের সর্বশেষ জেলার ঐতিহ্যবাহী ১৯৬৭ সালে স্থাপিত কুড়িগ্রাম প্রেস ক্লাবের দোতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। 

কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নতুন ভবনের ভিত্তি প্রস্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জাফর আলী। 

এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক সাইদুল আরীফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. ফরিদুল ইসলাম,পুলিশ সুপার আসাদ আল মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ সিনিয়র সাংবাদিকরা।  

কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবনে হলরুম, অফিস কক্ষসহ দোতলা বিশিষ্ট কুড়িগ্রাম প্রেস ক্লাবের একটি আধুনিক ভবনের নিমার্ণ কাজ শুরু করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: