সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
হয়রানি ও নিবর্তনমূলক সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি গণমাধ্যম কর্মীদের। দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
এতে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানি। নইলে বিএফইউজে, ডিইউজে এবং ডিআরইউ নেতারা যৌথ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন।
সিজেএফডি'র সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজের সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্য গণমাধ্যম কর্মীরাও, সাংবাদিক মামুনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ সমর্থকের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিভি/এজেড
মন্তব্য করুন: