• NEWS PORTAL

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১৮:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৮:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন। একইসঙ্গে সংগঠনটির সভপতি হিসেবে মসিউর রহমান রাঙ্গা এবং মহাসচিব হিসেবে খন্দকার এনায়েত উল্যাহ স্বপদে বহাল রয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সামদানী খন্দকার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫, ২০২৫-২০২৬) ও কাউন্সিল অধিবেশন অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি মসিউর রহমান রাঙ্গা, কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ (ঢাকা)-কে নির্বাচিত করে সমিতির সংবিধান মোতাবেক ১২১ (একশত একুশ) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সারা দেশ থেকে থেকে প্রায় ৭৫০ জন কাউন্সিলর/ডেলিগেট অংশ গ্রহণ করেছিলেন।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2