• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মারুফ-রেজাউলের নেতৃত্বে বিকা’র কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশিত: ১৫:০৫, ১১ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
মারুফ-রেজাউলের নেতৃত্বে বিকা’র কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিকা)’র সভাপতি নির্বাচিত হয়েছেন মারুফ লিয়াকাত ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর বারিধারার একটি হোটেলে বিকার সাধারণ সভায় ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা করা হয়। 

এডহক কমিটির আহ্বায়ক মো. রেজাউল করিমের প্রস্তাবনায় নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন বিকার প্রতিষ্ঠাকালীন সদস্য শামীম আহসান। এ সময় বিকার নিবন্ধিত সাধারণ সদস্যরা কণ্ঠভোটে নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৪) পাশ করেন। 

নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুদ্দিন রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, লেলিন বড়ুয়া, মোহাম্মদ আলী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. ফারসাদুল হক সৌরভ, সাংগঠনিক সম্পাদক মো. সাবিত হোসেন ও দপ্তর সম্পাদক সুকান্ত ভাবুক রোমান। 

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. ফিরোজ আহমেদ, অরুপা দত্ত এবং তাসনুভা আসলাম।  

নতুন কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ ইন্টেরিয়র ও ইন্টেরিয়র প্রোডাক্টস কোম্পানির মালিকদের নিয়ে সোনার বাংলাদেশ গঠন করার আশাবাদ ব্যক্ত করেন, পাশাপাশি এডহক কমিটি ও সাধারণ সদস্যদের ধন্যবাদ জানান। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মারুফ লিয়াকত আগামী ১০০ দিনের কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন। তিনি বিকাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে প্রতিষ্ঠিত ব্যবসায়ীক সংগঠনের সঙ্গে পারষ্পারিক চুক্তি, ইন্টেরিয়র ব্যবসার সংশ্লিষ্ট বিষয়ে সদস্যের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় গুরুত্বারোপ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2