কোটা সংস্কারে শিক্ষার্থীদের সমর্থনে শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পোস্ট
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়াজ তুলেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার এ বিষয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহবান জানাই। ইতোমধ্যে অনেক মায়ের বুক খালি হয়েছে। এরপরও আলোচনায় না বসলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বৈ কমবে না। আমরা আর কোনো আর্তনাদ শুনতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এমনিতেই মেধাবী তরুণদের দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হওয়ার সারি প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। মেধার মূল্যায়ন না হলে এ সংকট আরো ঘনীভূত হবে।’
সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ করেছে শিক্ষার্থীরা। দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন হয়। সেখানেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে।
বিভি/টিটি
মন্তব্য করুন: