• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে মানুষ, বলছে গবেষণা

প্রকাশিত: ১৬:১৭, ২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে মানুষ, বলছে গবেষণা

প্রতীকী ছবি

গবেষণা বলছে, চাইলে মানুষ অন্তত ১৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এমনকি তা টেনে নিয়ে যাওয়া যায় ১৫০ বছরেও। সম্প্রতি এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে।’ 

গবেষণাটি করেছেন লসন-এর সুইস ফেডেরাল ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা। গবেষকরা দেখেছেন, মানুষের আয়ুর বিশেষ কোনও ঊর্ধ্বসীমা নেই। 

তারা জানিয়েছেন, পরিবেশ দূষণের ফলে আগের চেয়ে মানুষের জীবনের ঝুঁকি বেড়েছে। তবে এরপরেও মানুষের আয়ুষ্কালের মূলগত কোনও পরিবর্তন হয়নি। বয়স চল্লিশের কোঠায় পৌঁছনোর পর থেকে যদি জীবনযাপনকে মোটামুটি ঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় তবে দীর্ঘায়ু হওয়াটা খুব আশ্চর্যের নয়।

গবেষণার জন্য ‘সুপার সেন্টিনারিয়ান’ (বয়স ১১০ বা তার বেশি) ও ‘সেমি-সুপার সেন্টিনারিয়ান’ (বয়স ১০৫ বা তার বেশি)- এই দুই গোত্রের মানুষের ডেটা বিশ্লেষণ করা হয়েছে। 

জানা গেছে, গবেষকরা ১৩টি দেশের ১০৫ এবং ১১০ বছরেরও বেশি বয়সি এমন ১০০০-এরও বেশি পুরুষ-নারীসহ বিভিন্ন বয়সীদের আযুষ্কাল সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বিভি/এসডি

মন্তব্য করুন: